ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে চট্টগ্রামে উৎসবের আমেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ৪ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১০:৪৬, ৪ ডিসেম্বর ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে চট্টগ্রাম জুড়ে এখন উৎসবের আমেজ। এই জনসভায় ৩০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৪টি প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন তিনি।

রোববার সকাল থেকেই নগরীতে খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করেছে। আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে জড়ো হচ্ছেন। 

দুপুরের আগেই তারা জনসভাস্থলে যোগ দেবেন বলে জানিয়েছেন নেতারা। 

এদিকে, সমাবেশে যোগ দিতে সাগর পাড়ি দিয়ে সন্দ্বীপ থেকে কয়েক হাজার কর্মী এরই মধ্যে চট্টগ্রাম পৌঁছেছেন। 

শহরজুড়ে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃংখলা বাহিনী। নিরাপত্তা রক্ষায় র‌্যাবের পাশাপাশি থাকছেন সাড়ে সাত হাজারের বেশি পুলিশ সদস্য। 

এর আগে সকালে প্রধানমন্ত্রী ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সামরিক বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

এদিকে, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানকে স্বাগত জানাতে নেতৃবৃন্দ নগরীর জামাল খান, কাজির দেউরি, হালিশহর, লালখান বাজার, টাইগার পাস,দেওয়ান হাট, কদমতলী, নিউমার্কেট, আন্দরকিল্লাসহ অন্যান্য স্থানে বিলবোর্ড, ব্যানার, বেলুন, ফেস্টুন এবং পোস্টার টাঙ্গিয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকার সড়কের সৌন্দয্য বর্ধনের পাশাপাশি ফুটপাত পরিষ্কার, রং করা, ফ্লাইওভারগুলো আলোকসজ্জিত করা হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে সর্বশেষ জনসভায় এসেছিলেন ২০১২ সালের ২৮ মার্চ। সেদিন তিনি পলোগ্রাউন্ডে ১৪ দলের মহাসমাবেশে যোগ দিয়েছিলেন। ১০ বছর ৯ মাস পর একই মাঠে আবার ভাষণ দেবেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি