ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনাথ সিংয়ের সৌজন্য সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ১৪ জুলাই ২০১৮

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

আজ শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ হয় তাঁর। এ সময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং বাংলাদেশ ও ভারত সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতীয় ভিসা কেন্দ্র উদ্ধোধনও রোহিঙ্গা ইস্যুসহ নানা বিভিন্ন আলোচনা জন্য রাজনাথ সিং তিনদিনের সরকারি সফরে ঢাকায় অবস্থান করছেন।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৬টায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।

সকালেই রাজধানীর যমুনা ফিউচার পার্কে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা আনুষ্ঠানিকভাবে ভারতের নতুন, আধুনিক ও সমন্বিত ভিসা কেন্দ্র উদ্বোধন করেন।

এরপর রাজনাথ সিং রাজশাহী সফরে যাবেন এবং সারদা পুলিশ একাডেমিতে যৌথভাবে বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন উদ্বোধন করবেন।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল রোববার অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ষষ্ঠ বৈঠকের কো-চেয়ারম্যান হিসেবে থাকবেন।

ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, রাজনাথ সিং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ কার্যক্রম প্রতিরোধে সহযোগিতা এবং ভ্রমণ ব্যস্থাপনাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

টিআর / এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি