ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এস এ সামাদ মারা গেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১২, ২৮ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব বীর মুক্তিযোদ্ধা ড. এস এ সামাদ আজ বিকেলে তার বারিধারার বাসভবনে মারা গেছেন। তিনি বোর্ড অব ইনভেস্টমেন্ট (বিওআই)’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

ড. সামাদের এক ঘনিষ্ঠ আত্মীয় বলেন, ‘তিনি তার বারিধারার বাসভবনে ঘুমন্ত অবস্থায় মারা যান।’ তিনি বলেন, চিরকুমার ড. সামাদ নগরীর একটি হাসপাতালে মস্তিষ্ক জটিলতার চিকিৎসা শেষে মুক্তি পাওয়ার এক দিন পর মারা যান। 

ড. সামাদ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ফ্যাকাল্টি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র-বাসস

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি