ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

প্রবল ঝড় থেকে বাঁচতে ১৩ করণীয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৮, ১১ মে ২০১৮

কালবৈশাখী হোক বা ধূলিঝড়, যতই বাড়ির মধ্যে থাকুন না কেনও বুক দুরু দুরু করে না, এমন বোধ হয় হাতে গোনা৷ আর ট্রাভেলের মধ্যেই যদি এমন দুর্যোগে পড়েন? তাহলে তো কথাই নেই৷ কিন্তু বেশ কিছু টিপস্ মেনে চললে ভয়টুকু যেমন কাটিয়ে উঠতে পারবেন তেমনই নিরাপত্তার বিষয়টিও জোরদার হবে৷ তাহলে চলুন জেনে নিই এমন পরিস্থিতিতে কী করবেন-

১. নিরাপত্তার জন্য এমারজেন্সি কিট হাতের কাছে রাখুন।

২. দরজা-জানালা বন্ধ রাখুন।

৩. কোনও ধারালো বস্তু বা জিনিস খোলা অবস্থায় রাখবেন না।

৪. বাড়ির বাইরে কোনও আসবাব (ফার্নিচার, ডাস্ট-বিন) রাখা থাকলে তা নিরাপদ স্থানে এনে রাখুন।

৫. রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, অথবা অনলাইন নিউজে আবহাওয়ার খবরে চোখ রাখুন।

৬. বাচ্চারা এবং পোষ্য বাড়ির মধ্যে রয়েছে কি-না নজর রাখুন।

৭. ঝড়ের পূর্বাভাস পেলে বাইরে কোথাও ঘুরতে না যাওয়ায় উচিত।

৮. বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্র সম্ভব হলে আনপ্লাগ করে দিন।

৯. বাথটব বা শাওয়ারে স্নান এই সময় এড়িয়ে গেলেই ভালো।

১০. টিনের ছাদ, ফায়ার প্লেস থেকে দূরে থাকুন।

১১. ঝড়ে গাছের তলায় আশ্রয় নেবেন না ভুলেও।

১২. টেলিফোনের তার, বৈদ্যুতিক তার, এসব থেকে দূরে থাকুন।

১৩. এমনকি সুইমিং পুল, লেক, নৌকা, এই সব কিছুর থেকেও দূরে থাকতে হবে৷

একে//টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি