ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

প্রশাসন নিরপেক্ষ থাকলে সুষ্ঠু নির্বাচন হবে: সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ২২ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন নিরপক্ষেভাবে দায়িত্ব পালন করলে দেশে সুষ্ঠু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ শনিবার (২২ ডিসেম্বর) বিকাল সিলেট নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ের নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বর্তমানে দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। ২৪ তারিখ থেকে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। পরিবেশ অনুকূলে রাখার জন্য নির্বাচনের আগে ও পরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।

তিনি বলেন,‘আদালতে বাতিল হওয়া বিএনপির প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার কোনও সম্ভাবনা নেই।’ আচারণবিধি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারি দল আচারণবিধি ভঙ্গ করছে না। কেউ আচারণবিধি ভঙ্গ করলে, তিনি যে দলেরই হন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন— ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, ঘাটাইল এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং ১৯ পদাদিক ডিভিশনের মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. সুভাষ চন্দ্র বিশ্বাস প্রমুখ।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি