ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে হলদে পাখির দল গঠনে মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২০

বাগেরহাটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী, আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে সকল বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাগেরহাট গার্ল গাইডস এ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, খুলনা অঞ্চলের উপ-পরিচালক ও গার্ল গাইডের আঞ্চলিক কমিশনার নিভা রানী পাঠক, আঞ্চলিক সাধারণ সম্পাদক ফাতেমা আজিজ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির উদ্দিন, গার্ল গাইড এ্যাসোসিয়েশন, বাগেরহাট জেলা শাখার কমিশনার ফারহানা আক্তার, সাধারণ সম্পাদক ঝিমি মন্ডল প্রমুখ।

খুলনা বিভাগের তিনটি জেলার প্রাথমিক বিদ্যালয়ে গার্ল গাইডের অধীনে হলদে পাখির দল গঠন ও প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী, আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে বলে আশা করেন বক্তারা।

কেআই/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি