ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে রাতেও রাজধানী ছেড়েছে অসংখ্য মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ২ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:০২, ৪ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে রাতেও রাজধানী ছেড়েছে অসংখ্য মানুষ। বাস টার্মিনাল ও কমলাপুর ষ্টেশনে ভোররাত পর্যন্ত ছিল উপচে পড়া ভিড়। এদিকে নির্ধারিত সময়ে বাস ও ট্রেন না আসায় বিড়ম্বনায় পড়েন এসব মানুষ। আবার যাত্রী কম হওয়ায় লঞ্চ ছেড়েছে দেরীতে।
বাড়ি যেতে হবে, আপন মানুষগুলো বসে আছে পথ চেয়ে। ছোট ছোট মুখগুলোও তাকিয়ে আছে সেদিকেই।
কমলাপুর স্টেশনে মাঝ রাত পেরিয়ে গেলেও এমনি অপেক্ষা ট্রেনের জন্য। যাত্রীরা বিকেল পাঁচটার ট্রেনের অপেক্ষায় বসে ছিলেন শেষ রাত পর্যন্ত। এছাড়া নির্ধারিত সময়ের ৮ থেকে ১০ ঘন্টা পার হয়ে গেলেও আসেনি দিনাজপুর ও পার্বর্তীপুরগামী দুটি ট্রেন।
এদিকে আশানরুপ যাত্রী না হওয়ায় সদরঘাট টার্মিনালে লঞ্চ ছাড়তে দেরী করেছে কর্তৃপক্ষ। ফলে বিড়ম্বনায় পড়েন এসব মানুষ।
অপেক্ষার প্রহর গুনেছেন গাবতলী বাস টার্মিনালের যাত্রীরাও। বেশ কিছু বাস নির্ধারিত সময়ের ৫ থেকে ৮ ঘন্টা পর ছেড়ে গেছে।
তবে ভোগান্তি যতই হোক, ঘরমুখি এসব্ মানুষ বলছেন বাড়ি ফিরে সকলের সাথে ঈদ উদযাপন করতে পারলেই মিলবে শান্তির পরশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি