চুটিয়ে প্রেম বিয়েতে অজুহাত
প্রেমিকার মাথা কাটে আলাদা করলো প্রেমিক
প্রকাশিত : ১৮:৫৭, ২১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৮:৫৮, ২১ ডিসেম্বর ২০১৮

দীর্ঘদিন চুটিয়ে প্রেম। তবে বিয়ে করতে বললেই না অজুহাত। কিন্তু প্রেমিকাও ছাড়ে দেওয়ার পাত্রী নয়। বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে প্রেমিকের উপরে। এমন চাপ সইতে না পেরে প্রেমিকাকে তাকে হত্যার পর তার মাথা কেটে আলাদা করে জঙ্গলে ফেলে দিল প্রেমিক।
এমন ঘটনা ঘটেছে ভারতের কলকাতার ভূবনেশ্বরে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। সইন নামের অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার প্রেমিক সইন।
খবরে প্রকাশ, সশমিতা বিসওয়াল নামের তরুণী সম্প্রতি সইনকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। কিন্তু সইন এখন বিয়ে করতে রাজি নয়। প্রেমিকার জোরাজুতে এক পর্যায়ে তাকে হত্যার সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্ত অনুযায়ী প্রেমিকাকে স্থানীয় মালিপাড়া এলাকায় ঘুরতে নিয়ে যায় সইন। সেখানে একটি বনের মধ্যে নিয়ে সশমিতা হত্যা করে সইন। হত্যার পর তার মাথা কেটে আলাদা করে জঙ্গলে ফেলে দেয়। ঘটনার তদন্তে নেমে সশমিতার কাটা মাথা ও দেহ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন