ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করার আহ্বান আইইডিসিআরের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্কতা অবলম্বণের জন্য এ আহ্বান জানানো হয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি)  আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তুলে ধরেন।

তিনি বলেন, চীনের বাইরে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। কয়েকটি দেশে সংক্রমণের উৎস খুঁজে না পাওয়া এ ‘মহামারি’ নিয়ন্ত্রণকে জটিল করে তুলেছে।

তার মতে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। অত্যাবশ্যক নয় এমন ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। অত্যাবশ্যকীয় ভ্রমণের ক্ষেত্রে কভিড-১৯ প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যে কোনো বিষয়ে আইইডিসিআরের হটলাইনে ফোন করে জেনে নেওয়া যাবে।

ফ্লোরা বলেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে এ যাবত সন্দেহজনক ৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের কারও নমুনাতে করোনা পাওয়া যায়নি। চীন থেকে ফেরত সবাই সুস্থ আছেন।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি