ঢাকা, শুক্রবার   ২৩ মে ২০২৫

ফরিদপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৩ জন, জামায়াতের একক প্রার্থী

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৭, ২২ মে ২০২৫ | আপডেট: ২১:৫১, ২২ মে ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুর-৩ (সদর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে আছেন তিন জন প্রার্থী। একইসঙ্গে জামায়াতে ইসলামীর একজন প্রার্থী দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ এবং সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহাবুবুল হাসান পিংকু। তিনজনই নিয়মিতভাবে নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। এর মধ্যে অ্যাডভোকেট মোদাররেস আলী ইসা দলীয় রাজনীতিতে দীর্ঘ ৪৬ বছরের অভিজ্ঞতা নিয়ে ফরিদপুরে বিএনপির অন্যতম পরিচিত মুখ। তিনি ফরিদপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মোশাররফ আলীর পুত্র এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অপরদিকে, মাহাবুবুল হাসান পিংকু নিজেকে একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ বিএনপি নেতা হিসেবে দাবি করেন। তিনি বলেন, ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং নানা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক হয়রানি ও দমন-পীড়নের শিকার হয়েছেন তিনি ও তাঁর পরিবার। তবুও তিনি দলের প্রতি নিষ্ঠা বজায় রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এদিকে সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও প্রভাবশালী বিএনপি নেতা মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা চৌধুরী নায়াব ইউসুফও ফরিদপুর-৩ আসনে সক্রিয়। তিনি পিতার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে মাঠে নেমেছেন এবং ফরিদপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে গণসংযোগ করছেন। সাধারণ মানুষের মাঝে তার পারিবারিক পরিচিতি ও জনপ্রিয়তা তাকে বাড়তি সুবিধা এনে দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুত তাওয়াব। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন এবং ফরিদপুর-৩ আসনের ১২টি ইউনিয়নে টানা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফরিদপুর-৩ আসনটি ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি এলাকা হিসেবে পরিচিত। বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে মাঠ পর্যায়ে প্রতিযোগিতা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, যা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে ততই তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।


এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি