ঢাকা, রবিবার   ১১ জানুয়ারি ২০২৬

ফরিদপুরে উদ্ধার রিমোট কন্ট্রোল বোমাটি করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫২, ১১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:০৯, ১১ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

অবশেষে‌ ফরিদপুরের আলীমুজ্জামান সেতুর উপর থেকে উদ্ধার করা রিমোট কন্ট্রোল বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। 

রোববার এন্টিটেরোরিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা বোমাটির বিস্ফোরণ ঘটান।

বোমা নিষ্ক্রিয়করণ দলের নেতৃত্বদানকারী পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, এটা সাধারণ বোমা থেকেও শক্তিশালী ও প্রাণঘাতী ছিল। বোমাটি রিমোট কন্ট্রোল ‌দ্বারা পরিচালিত এবং আইইডি ‌ও পাওয়ার সাপ্লাই দ্বারা ‌(রিমোট কন্টোল) সংরক্ষিত ছিল। শক্তিশালী হওয়ায় এটি বিস্ফোরিত হওয়ার সময় প্রায় ১৫ ফিট উপরে ‌উঠে যায়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শনিবার আলীপুর সেতুর উপর খড়ির গাদা থেকে বোমাটি উদ্ধার করা হয়। পরে সেটি উদ্ধার করে নদীর পাড়ে বালুর বস্তা দিয়ে ঘিরে রেখে বোমা ডিস্পোজাল ইউনিটের সদস্যদের খবর দেয়া হয়। রোববার বেলা ১১টায় তারা বোমাটি নিষ্ক্রিয় করতে সক্ষম হন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি