ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ফরিদপুরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৫, ১৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ফরিদপুরে সোলায়মান মিয়া ওরফে শিমুল (২৫) নামের এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছেফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার ইসহাক মিয়ার ছেলে শিমুল রাজেন্দ্র কলেজে ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। শুক্রবার রাত ৮টার দিকে ফরিদপুর শহরের শুভারামপুর এলাকায় ক্যারম খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার শুভারামপুর বাজারে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যান শিমুল। সেখানকার বাজারে ক্যারম খেলতে গিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় স্থানীয় একটি পক্ষের লোকজন তাকে ধরে নিয়ে গিয়ে পেটাতে থাকে। খবর পেয়ে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান শিমুল।

ফরিদপুরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন গণমাধ্যমকে জানান, শিমুলের লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি