ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ফরিদপুরে ঘুষের টাকাসহ ধরা পড়লো ডিসি অফিসের দুই কর্মচারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ৩০ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ফরিদপুর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার দুই কর্মচারীকে ঘুষের টাকাসহ আটকের পর কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার সন্ধ্যায় নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট) মতিয়ার রহমান দু’জনকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।

ডিসি কার্যালয় সূত্রে জানা যায়, ভাঙ্গায় সরকারি অধিগ্রহণের জমির টাকা পাইয়ে দেওয়ার নাম করে দুই ব্যক্তির কাছ থেকে ঘুষ নেন ডিসি কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ার খলিলুর রহমান ও আতিকুর রহমান।

রোববার বিকেলে শহরের ঝিলটুলী এলাকায় ওই দুই কর্মচারী ঘুষের টাকা নিতে যান। এ সময় সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে দু’জনকে ঘুষ নেওয়ার অপরাধে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী হাকিম মতিয়ার রহমান গণমাধ্যমকে জানান, দুই সার্ভেয়ারকে তিন লাখ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। আইনের ১৭১(ঙ) ধারায় প্রত্যেকেই ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আটক দু’জনকেই কারাগারে পাঠানো হয়েছে।

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি