ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ১৭ আগস্ট ২০১৯

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিবিৎসাধীন অবস্থায় মারা যান।  জানা যায়, মৃত সুমন বাশার মাগুড়া জেলার সদর উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা এবং মাগুড়ার সত্যজিৎপুর কলেজের উচ্চ মাধ্যমিকের মানবিক শাখার শিক্ষার্থী। 

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সুমন গত ১২ আগস্ট ঈদের দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে তিনি মারা যান।  

এদিকে, গত ২৪ ঘন্টায় ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ২ শত ৮৮ জন। এ পর্যন্ত প্রায় সহস্রাধিক ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে।

এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ১ শত ৮৮ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।

এমএস/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি