ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ১০ ডিসেম্বর ২০১৮

ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার গজারিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন ইউনিলিভার কোম্পানির পিকআপের হেলপার, অন্যজন বাসযাত্রী বলে জানা গেছে।

তারা হলেন- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সোলাইমান মোল্লার ছেলে হাফিজুর রহমান বাদশা (৩০) ও ভাঙ্গা উপজেলার সদরদী এলাকার মালেক মুন্সীর ছেলে আজিজুর রহমান মুন্সী (৫৫)।

মুকসেদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজীব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরের দিকে ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৯৮৩১) একটি বাস যশোরের নড়াইল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে ইমা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৪৯০৪) আরেকটি বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজারিয়া মোড়ে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় পাশে থাকা একটি পিকআপের (ফরিদপুর-ন ১১-০১২২) সঙ্গে ধাক্কা লাগলে পিকআপের হেলপার বাদশা নিহত হন।

এ ছাড়া দুই বাসের সংঘর্ষে ইমা পরিবহনের যাত্রী আজিজুর রহমান মুন্সী মারা যান। তিনি বলেন, এ ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তাদের মুকসেদপুর, ভাঙ্গা উপজেলা হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি