ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ফরিদপুরে পাট আবাদ বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১১:৪৪, ৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ফরিদপুরে এবার বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে পাট আবাদ। দেশের অন্যতম পাট উৎপাদনকারী এ জেলার পাটচাষীরা বলছেন, প্রতিকূল আবহাওয়ায় যথাসময়ে পরিচর্যা করতে না পারায় পাটে ভালো আঁশ আসেনি। তাই উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় আছেন কৃষক।

ভাল মানের পাট উৎপাদনে খ্যাতি আছে ফরিদপুর অঞ্চলের। কিন্তু এবছর ব্যাহত হয়েছে পাট আবাদ। কৃষকরা জানান, মৌসুমের শুরুতেই কয়েক দফা শিলাবৃষ্টিতে ডগা ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয় পাটগাছ।

জলাবদ্ধতার কারণে সময়মতো পরিচর্যা করতে না পারায় রোগাক্রান্ত হয় ক্ষেতের পাট। তাই আঁশও হয়েছে কম।

চাষীর বলছেন, প্রতি বিঘায় ১০ থেকে ১২ মন পাট পাওয়া গেলেও এবার উঠবে মাত্র ৭ থেকে ৮ মন। এ অবস্থায় উৎপাদন খরচ তোলা নিয়েই সংশয়ে তারা। 

কৃষিবিভাগ বলছে, এবার ৮২ হাজার ৮শ ৯০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, আবাদও হয়েছে শতভাগ। সার্বিক উৎপাদনে তেমন ঘাটতি হবে না বলেই মনে করছেন এই কৃষি কর্মকর্তা।

পরিস্থিতি বিবেচনায় পাট আঁশের ন্যায্য বাজারদরের দাবি চাষীদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি