ঢাকা, বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬

ফরিদপুরে বিএনপি নেতা সাইফুল হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৮, ৭ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর বিএনপি নেতা সাইফুল সর্দার হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি চঞ্চল মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে গ্রেপ্তারকৃত আসামিকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার গভীর রাতে নড়াইল জেলার সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চঞ্চল মিয়া উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের মৃত মিকাইল মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যাসহ মোট সাতটি ফৌজদারি মামলা রয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানা পুলিশের একটি দল নড়াইল সদর উপজেলায় অভিযান চালিয়ে চঞ্চল মিয়াকে গ্রেপ্তার করে।

গত ২৫ ডিসেম্বর ভোররাতে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামে নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন বিএনপি নেতা সাইফুল সর্দার। গ্রাম্য বিরোধের জের ধরে ‘শুটার জুয়েল’ নামে পরিচিত স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সাইফুলের ঘরে প্রবেশ করে। তারা সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে এবং পার্শ্ববর্তী ইসমাইল মোল্যা নামের আরেক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করে। হামলার সময় সন্ত্রাসীরা ওই এলাকার অন্তত ৭–৮টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।

এই ঘটনায় ২৬ ডিসেম্বর নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০–১৫ জনকে আসামি করে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, ‘সাইফুল হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি