ঢাকা, সোমবার   ১৯ মে ২০২৫

ফরিদপুরে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে আটক ৫ জন, মাদক ও টাকা জব্দ

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি  

প্রকাশিত : ২২:০১, ১৮ মে ২০২৫ | আপডেট: ২২:০৯, ১৮ মে ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযান ও জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্টে পাঁচ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে আটক করা হয়েছে। আটককৃতদের দুই জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু এবং তিনজনকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে সাজা ও অর্থদন্ড করা হয়েছে।

রোববার (১৮ মে) রাতে ফরিদপুরের মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো: তমিজ উদ্দিন মৃধা জানান,  বিকেলে ফরিদপুর নদী বন্দর এলাকার আলম শেখ এর বসতবাড়ীর পাশে বিশেষ অভিযানে তিনটি মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবন ও মাদক রাখার দায়ে আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পার্থ প্রতিম মন্ডল ও মোসা. জান্নাতুল সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে সুজন ফকির নমের এক আসামির কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। গাঁজা সেবনের সময় তার কাছ থেকে প্রাপ্ত নগদ ২১,৫০০ টাকা জব্দ করে তা সরকারি কোষাগারে জমা দেয়া হয় এবং ওই ব্যাক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। এছাড়া গাজা সেবনের দায়ে তানভির আহমেদকে তিনদিনের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা এবং মতি শেখকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড করা হয়। 

এর আগে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুর এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭.৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, মিলনী এবং আশা শেখ। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি