ফলাফল ঘোষণার পর ইসির পুননির্বাচন দেয়ার এখতিয়ার নেই
প্রকাশিত : ১০:৫৪, ৩১ মে ২০২২ | আপডেট: ১১:১০, ৩১ মে ২০২২

ফলাফল ঘোষণার পর পুননির্বাচন দেয়ার এখতিয়ার নেই নির্বাচন কমিশনের। স্থানীয় নির্বাচন নিয়ে এক রিটের বিষয়ে এমন আদেশ দিয়েছে আপিল বিভাগ।
মঙ্গলবার বিচারপতি মোঃ নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
এ রায়ের প্রভাব স্থানীয় সব নির্বাচনের উপরেই পড়বে বলে ব্যাখা দিয়েছেন রিটকারী আইনজীবী।
২০২১ সালের ২৮ নভেম্বর নেত্রকোনার দুর্গাপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ইউনিয়নের মেনকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণার পর অনিয়মের অভিযোগ ওঠে। পরে নতুন করে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
এ বিষয়ে হাইকোর্টে রিট করেন সাদিকুল ইসলাম নামের এক ব্যাক্তি।
৭ ফেব্রুয়ারি হাইকোর্ট আদেশ দেয়, ফলাফল ঘোষণার পর নতুন করে নির্বাচন করার এখতিয়ার নেই কমিশনের। যেতে হবে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে। হাইকোর্টের সেই আদেশই বহাল রাখলো আপিল বিভাগ।
এএইচ
আরও পড়ুন