ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

ফেনীতে একই পরিবারের পাঁচজনসহ আক্রান্ত আরও ৭

ফেনী প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৩৭, ১৪ মে ২০২০

ফেনীতে নতুন আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যানসহ তার পরিবারের ৫ সদস্য। বাকি দু’জনের একজন ফেনী জেনারেল হাসপাতালের স্বাস্থকর্মী, অন্যজন একই উপজেলার এক নারী। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছলো। 

জেলা সিভিল সার্জন সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, ‘গত ৭ মে ছাগলনাইয়া উপজেলার এক জনপ্রতিনিধির পরিবারের ৫ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। বুধবার রাতে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) থেকে পাঠানো রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে। এছাড়া, ফেনী জেনারেল হাসপাতালের ক্লিনার করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি শহরের সুলতানপুর এলাকায় থাকেন। অন্যজন একই উপজেলার ঘোপাল ইউনিয়নের এক নারী।’

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ফেনীতে আক্রান্ত ২৬ জনের মধ্যে সদর উপজেলায় ৯, দাগনভূঞায় ৫, ফুলগাজীতে ২, ছাগলনাইয়ায় ৭, সোনাগাজীতে ২ জন। আর বাকি একজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত  সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরেছেন ৩ জন। 

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি