ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ফেনীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৬, ২৭ জুলাই ২০১৯

ফেনীতে ডেঙ্গুর জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ফেনী সদর হাসপাতালে শনিবার পর্যন্ত ৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। 

জানা যায়, ৪৪ জনের মধ্যে চিকিৎসা গ্রহণ করে ১৮ জন সুস্থ হয়েছেন। হাসপাতালতে থেকে তাদেরকে ছাড়পত্রও দেওয়া হয়েছে। তবে ফেনীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার মত কোন অবস্থাই এখন পর্যন্ত সৃষ্টি হয়নি বলে জানান হাসপাতাল সংশ্লিষ্টরা। 

হাসপাতালের চিকিসৎকরা জানান, যারাই এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তারা সকলেই ঢাকা বা চট্টগ্রাম থেকে এ জ্বর নিয়ে ফেনীতে এসেছেন।

ফেনী সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান বলেন, ‘এ হাসপাতালে ডেঙ্গু রোগী যারাই হাসপাতালে ভর্তি হয়েছেন তারা কেউ ফেনীতে বসে ডেঙ্গুতে আক্রান্ত হননি। সুতরাং অতংকিত হওয়ার কিছু নেই। সচেতন থাকলে ডেঙ্গু প্রতিহত করা সম্ভব হবে।’

এমএস/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি