ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদকবিক্রেতা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ২ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১২:০৬, ২ জানুয়ারি ২০১৯

ফেনীর দাগনভূঞা উপজেলায় র‌্যাবের সঙ্গে কাথিত বন্দুকযুদ্ধে আসাদ ও এনামুল হক আকন্দ নামে দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন। নিহত দু’জনের বাড়ি মাদারীপুর জেলায়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার এবং ২৫০ কেজি গাঁজাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

র‌্যাব সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ফেনী সদর উপজেলার ধর্মপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি চক্র লক্ষ্মীপুরের দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ডভ্যান ধাওয়া করে র‌্যাব। কাভার্ডভ্যানটি মহাসড়কের দাগনভূঞা উপজেলার সিলোনিয়া এলাকায় গেলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়লে আত্মরক্ষার্থে র‌্যাবের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। পরে ঘটনাস্থল থেকে দুই মাদকবিক্রোতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি