ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ফেনীতে ভ্রাম্যমান আদালতের অভিযান: এক লাখ টাকা জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪০, ৭ জানুয়ারি ২০১৯

ফেনীতে পৃথক ঘটনায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুইটি ড্রেজার মেশিন ও দেড় হাজার ফুট পাইপ ধ্বংস, এক লাখ টাকা জরিমানা আদায় করেছে।     

রোববার ভ্রাম্যমান আদালতের অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরের জামান চৌধুরী।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ফেনী সদর উপজেলার রামপুর মৌজাস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সরকারী খাস জায়গা অবৈধভাবে দখলের গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।  

এ সময় অবৈধভাবে সরকারি খাস জায়গায় দালান নির্মাণের অপরাধে সম্রাট ফ্লাওয়ার মিলস এর স্বত্তাধিকারী হাজী ওবায়দুল হককে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয় ও অবৈধ নির্মাণ কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

অপরদিকে পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া গ্রামে ছোট ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের খবরের ভিত্তিতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বালু উত্তোলনের দুইটি ড্রেজার মেশিন ও আনুমানিক ১৫’শ ফুট পাইপ লাইন ধ্বংস করা হয়। অভিযানের সময় বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।  

ভ্রাম্যমান আদালত অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় লোকজন উপস্থিত ছিল ও অভিযানকে স্বাগত জানান।

ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরের জামান চৌধুরী অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, অপরাধ নির্মুলে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

কেআই/এসি   

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি