ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ফেনীতে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৩, ২৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারে গ্যাস বিক্রি ও ওজনে কম গ্যাস দেওয়ার দায়ে তিন ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  

বুধবার শহরের ৩টি পয়েন্টে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ি

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ফেনীতে বিভিন্ন স্থানে মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারে গ্যাস রিফিল করে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী। এছাড়াও প্রতি সিলিন্ডারে নির্ধারিত ওজনের চেয়ে কম গ্যাস দিয়ে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছে একটি চক্র। এমন অভিযোগের ভিত্তিতে ফেনী শহরের বিভিন্ন গ্যাস সিলিন্ডার দোকানে অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় শহরের দাউদপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এলপিজি সিলিন্ডারের গায়ে মেয়াদ না থাকায় রাসেল এন্টারপ্রাইজের মালিক সানাউল্যাহ ফয়সাল (৪২)কে ৩০ হাজার টাকা,শহরতলীল পাঁচগাছিয়ার তেমুহনী এলাকার এলপিজি বিক্রয়কারী প্রতিষ্ঠান মাম্মি এন্টারপ্রাইজে ৩০টি সিলিন্ডার মেয়াদ উত্তীর্ণ ও প্রতিটিতে ২ কেজি করে গ্যাস কম থাকায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক একরামুল হক ভুঁইয়া (২৭) কে ৩০ হাজার টাকা এবং কোর্ড বিল্ডিং এলাকার খাজুরিয়া রাস্তার মাথা সংলগ্ন শাওন এন্টারপ্রাইজে মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি ও ওজনে কম দেওয়ার দায়ে ব্যবস্থাপক নয়ন চন্দ্র শীল (২৬)কে ৪০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম ভূঞা ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও ফুড সেফটি সেলের টিম মেম্বার ওমর ফারুক, নজরুল ইসলাম, বাবুল চন্দ্র দাশ, কাজী মাসুদ।

এর আগে ফেনী শহরের ট্রাংক রোডে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও কোটি টাকার ক্ষতি হয়।

কেআই/এসি 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি