ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

ফের চালু হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আগামী মার্চ-এপ্রিলে পুনরায় খাদ্যবান্ধব কর্মসূচি চালু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। আজ বৃহস্পতিবার রাজধানীর খদ্য ভবন সভাকক্ষে সার্বিক খাদ্য পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে খাদ্য সংগ্রহ করতে না পারায় খাদ্যের মজুদ কমে গিয়েছিল। তাই খাদ্যবান্ধব কর্মসূচি স্থগিত করা হয়েছিল। তবে আগামী মার্চ-এপ্রিলে পুনরায় এ কর্মসূচি চালু হবে। এ কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে চাল দেওয়া হবে।

তিনি বলেন, ওএমসের (ট্রাকে খোলা বাজারে চাল বিক্রি) চাল বিক্রি বর্তমানে বিভাগীয় পর্যায়ে চালু রয়েছে। আগামী মার্চে দেশব্যাপী এ কার্যক্রমও চালু হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব শাহাবুদ্দিন আহমেদ, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. বদরুল হাসান প্রমুখ।

আরকে/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি