ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

‘ফ্ল্যাট নং ৬০৯’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

কিছুদিন আগেই টালিপাড়ার গসিপ ছিল একসঙ্গে থাকছেন আবির ও তনুশ্রী। আর সেই ফ্ল্যাটের নেমপ্লেট কিছুদিন আগে নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ারও করেছেন তনুশ্রী। কিন্তু বিষয়টি আসলে তেমন নয়, কোনও প্রেমের সম্পর্ক নয় এটি।
অরিন্দম ভট্টাচার্যের আগামীর সিনেমা ‘ফ্ল্যাট নং ৬০৯’-শুটিং চলাকালীন একসঙ্গে থাকছেন তারা। যেখানে ফ্ল্যাটের নেমপ্লেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন আবির। আর বুধবার হয়ে গেল বহু প্রতীক্ষিত সেই সিনেমার ট্রেলার লঞ্চ। উপস্থিত ছিলেন মমতা শঙ্কর, আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, পূজারিণী।
আবির জানিয়েছেন, ‘এই সিনেমার নেপথ্যে এমন কিছু বিষয় তুলে ধরা হবে যা সত্যি নতুন। হরর এবং থ্রিলারের সংমিশ্রণে বানানো হয়েছে ‘ফ্ল্যাট নং ৬০৯’। আমি এই বাড়ির বাসিন্দা ছিলাম। আর এই বাড়িতে বাকিরা প্রবেশ করেও খুব ভালো লাগবে।’

তনুশ্রী জানিয়েছেন, ‘ভুতের সিনেমা বললে ভুল হবে। এই সিনেমাটিতে হরর, রোম্যান্স, থ্রিলার সব আছে। অন্য ধরনের সিনেমা এটি। দর্শক পুরো সিনেমাটাই উপভোগ করবে।’
মমতা শঙ্কর বলেন, ‘এই সিনেমায় এমন কিছু দৃশ্য রয়েছে যা দেখে আমি নিজেই ভয় পেয়েছি এবং আমার লুক এমন ভাবে চেঞ্জ করা হয়েছে যে আমি নিজেই অবাক। তাই দর্শকেরও খুব ভালো লাগবে আশা করছি।’

প্রসঙ্গত, ‘অন্তর্লীন’র পর এটা অরিন্দমের দ্বিতীয় চলচ্চিত্র। গল্প অনুযায়ী- নববিবাহিত এক দম্পতি রাজারহাটে ফ্ল্যাট খুঁজতে বেরিয়েছেন। এক মাতব্বর ব্রোকারের পাল্লায় পড়েন তারা। বাজেট অনুযায়ী ফ্ল্যাট পছন্দও হয়। কিন্তু অদ্ভুত কিছু শর্ত মেনে নিতে হয় দম্পতিকে। একটা দরজা বন্ধ করে রাখার শর্ত। এক সময় পরিচারিকা জানিয়ে দেয়, ওই ফ্ল্যাটে দুপুরের পর আর সে কাজ করতে পারবে না। প্রতিবেশীদের সঙ্গে একে একে আলাপের পর ওই দম্পতি বুঝতে পারেন তাদের আচরণও কিছু ক্ষেত্রে অসংলগ্ন। কিন্তু সমস্যাটা ঠিক কোথায়? উত্তর লুকিয়ে রয়েছে সিনেমার ক্লাইম্যাক্সে।

আবির-তনুশ্রী ছাড়াও এই সিনেমার বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে- সৌমিত্র চট্টোপাধ্যায়, মমতা শংকর, খরাজ মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষকে।


সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি