ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পাক দর্শণার্থীদের পদচারণায় মুখর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ৩ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:৪৬, ৩ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

দর্শণার্থীদের পদচারণায় মুখর গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। সবুজ প্রকৃতির পাশাপাশি প্রাণীর অবাধ বিচরণে মুগ্ধ দর্শণার্থীরা। আর দর্শণার্থীদের বিনোদনের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে পরিবার-পরিজন নিয়ে অনেকেই ভীড় করছেন ঢাকার অদূরে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে। দৃষ্টি নন্দন অবকাঠামোর পাশাপাশি বাঘ, সিংহ, হাতি, জেব্রা, জিরাফসহ এখানে রয়েছে অর্ধ শতাধিক প্রজাতির প্রাণী। উটপাখি, ক্যাঙারু, কুমিরসহ নানা প্রাণীর অবাধ বিচরণ দেখে মুগ্ধ দর্শণার্থীরা।

তবে, বিশাল এই পার্কে টাইগার সাফারিতে পর্যাপ্ত গাড়ি না থাকায় দীর্ঘ লাইনে অপেক্ষায় থাকতে হয় দর্শকদের।

এছাড়া, দর্শণার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

তিন হাজার ৬শ’ ৯০ একর জমিতে থাইল্যান্ডের সাফারি পার্কের আদলে তৈরি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটি দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি