ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট নিখোঁজ’ সংবাদটি গুজব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ২১ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৩৮, ২১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সামাজিক মাধ্যম ও বিভিন্ন অনঅনলাইন পোর্টালে প্রচারিত ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিখোঁজ’ সংবাদটি গুজব বলে নিশ্চিত করেছে তথ্য মন্ত্রণালয়ের ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল’।

বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করা তথ্য মন্ত্রণালয়ের এই বিশেষ সেল এই প্রথম কোনও গুজবের মীমাংসা করে তা সংবাদমাধ্যমে জানালো। 

তথ্য অধিদফতর জানিয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ন্ত্রণের দায়িত্ব ফ্রান্সের কোম্পানি থ্যালাস এলেনিয়া বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে। বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ফ্রিকোয়েন্সি ব্যবহার করে প্রতিদিন সফলভাবে অনুষ্ঠান সম্প্রচার করছে। অতএব, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিখোঁজ’ শিরোনামে প্রচারিত সংবাদটি একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি