ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে আল আকসা মসজিদের প্রধান খতিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ২৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি পরিদর্শন করেছেন ফিলিস্তিনের আল-আকসা মসজিদের প্রধান খতিব মুফতি মোহাম্মদ আহমাদ হোসাইন। রোববার (২৩ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার জন্য দোয়া করেছেন তিনি।

রোববার দুপুর সোয়া ১২টায় বঙ্গবন্ধুর সমাধি-সৌধের বেদির সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন মুফতি মোহাম্মদ আহমাদ হোসাইন। পরে তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেছেন।

এসময় খতিবের সেক্রেটারি অফিসার মোস্তফা, বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান, ইরান-বাংলাদেশ চেম্বার অব কর্মাসের সভাপতি ড. কাজী এরতেজা হাসান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহমেদ হোসেন মির্জাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টায় আল-আকসা মসজিদের প্রধান খতিব মোহাম্মদ আহমাদ হোসাইন হেলিকপ্টারে করে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি