ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন চার জাতীয় নেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ২০ মার্চ ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন চার জাতীয় নেতা। একাত্তরের ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার। ওই সরকার শপথ নেয় ১৭ই এপ্রিল। পাকিস্তানের কারাগারে বন্দি রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই মুক্তিযুদ্ধ পরিচালনা করেন উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রী এম মনসুর আলী ও এ এইচএম কামরুজ্জামান। 

২৫শে মার্চ, একাত্তর পাকিস্তানি হানাদারদের বর্বরতা। পিলখানা ইপিআর সদর দপ্তর, রাজারবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়- সবখানেই চালানো হয় গণহত্যা। 

বন্দি হওয়ার আগে ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

শুরু হলো মুক্তিযুদ্ধ। গ্রেফতারের আগে বঙ্গবন্ধুর নির্দেশ পান জাতীয় চার নেতা। আন্তর্জাতিক সমর্থন আদায়সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠনে কাজ শুরু করেন। ১০ এপ্রিল গঠিত হয় সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু কারাগারে বন্দি থাকায় উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী করা হয় তাজউদ্দিন আহমদকে। ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচএম কামরুজ্জামান গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ১৭ই এপ্রিল প্রথম সরকারের শপথ হয় মেহেরপুরের মুজিবনগরে। 

প্রথম সরকারের শপথ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো বীর মুক্তিযোদ্ধা তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রমের। তাঁর কাছে সেই স্মৃতি আজও উজ্জ্বল।

বীর মুক্তিযোদ্ধা তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, ১৭ এপ্রিল মেহেরপুরের আমবাগানে তারা আসার পরে ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ হলো। সৈয়দ ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করলেন। যেটা আমাদের প্রথম সংবিধান বলা যায়।

শুরু থেকেই শরণার্থীদের আশ্রয় দিতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে আলোচনা। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা, আন্তর্জাতিক সমর্থন আদায়ে নিরলসভাবে কাজ করে গেছেন চার জাতীয় নেতা। বন্দী মুজিবের স্বাধীনতার স্বপ্নবীজ বাস্তবায়নে মেধার সর্বোচ্চ ব্যবহার করেছেন তারা।

তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, বিভিন্ন পত্র-পত্রিকা এবং বিদেশি সরকারদের সাথে যোগাযোগ শুরু হয়। তাতে যুদ্ধে শক্তি সঞ্চারণ হয়।

স্বাধীন দেশে অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ধাক্কা খায় ৭৫ এর ১৫ই আগস্ট। তেসরা নভেম্বর জীবন দিয়ে প্রমাণ দেন বাংলাদেশের প্রতি, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি চার জাতীয় নেতার ভালোবাসা, আনুগত্য।
দেখুন ভিডিও :

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি