ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

বদলাচ্ছে না শাহজালালের তৃতীয় টার্মিনালের নকশা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ২৮ অক্টোবর ২০২০

নির্ধারিত ২০২৩ সালের মধ্যেই শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। এখন পর্যন্ত কাজ এগিয়েছে ৭ শতাংশ। তবে মাঝ পথে পাইলিং-এর ধরণ বদলের খবরে নির্ধারিত সময়ে কাজ শেষ হবে কি-না, এমন প্রশ্ন দেখা দিয়েছে। 

শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের মাটি স্ক্রুড স্টিল পাইলিংয়ের জন্য অনুপযুক্ত। সয়েল টেস্টের রিপোর্টে এই ফল এসেছে বলে জানিয়েছে নির্মাণ প্রতিষ্ঠান। তাই অত্যাধুনিক স্ক্রুড পাইলিংয়ের বদলে এখন বোরড পাইলিং করা হবে।

এনিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, ‘পাইলিং-এর ধরণ বদল হলেও তৃতীয় টার্মিনালের নকশায় কোন পরিবর্তন হবে না।’

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, ‘মাটি অনুপযুক্ত হওয়ায় তৃতীয় টার্মিনালের পাইলিংয়ের ধরণ বদলাতে হচ্ছে। দেশী এবং বিদেশী ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেই স্ক্রুড পাইলিংয়ের বদলে বোরড পাইলিং-এর কাজ চলছে।’

এর ফলে তৃতীয় টার্মিনালের নকশায় কোন বদল হচ্ছেনা বলেও জানান বেবিচক চেয়ারম্যান। এটা কেবল পাইলিং প্রযুক্তির বদল বলে উল্লেখ করেন তিনি।  

তৃতীয় টার্মিনাল নির্মানে প্রায় ৩ হাজার পাইলিং লাগবে। এরমধ্যে ১ হাজার ৫৪৯ টি স্ক্রুড পাইলিং বসার কথা ছিলো।  

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি