ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

বদলাচ্ছে না শাহজালালের তৃতীয় টার্মিনালের নকশা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ২৮ অক্টোবর ২০২০ | আপডেট: ১৬:৩০, ২৮ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

নির্ধারিত ২০২৩ সালের মধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে কাজ। এখন পর্যন্ত এগিয়েছে ৭ শতাংশ। তবে মাঝপথে পাইলিংয়ের ধরণ বদলের খবরে নির্ধারিত সময়ে কাজ শেষ হবে কী-না, এমন প্রশ্ন দেখা দিয়েছে। 

এদিকে, মাটি পরীক্ষার রিপোর্টের ফলাফলে দেখা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের মাটি স্ক্রুড স্টিল পাইলিংয়ের জন্য অনুপযুক্ত। তাই অত্যাধুনিক স্ক্রুড পাইলিংয়ের বদলে এখন বোরড পাইলিং করা হবে। 

জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, ‘স্ক্রুড পাইলিং মেট্রোরেল প্রজেক্টে ব্যবহার করার কথা ছিল। কিন্তু মাটি অনুপযুক্ত হওয়ায় সেটা হয়নি। ফলে তৃতীয় টার্মিনালের পাইলিংয়ের ধরণ বদলাতে হচ্ছে। দেশি এবং বিদেশী ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেই স্ক্রুড পাইলিংয়ের বদলে বোরড পাইলিংয়ের কাজ চলছে।’

তিনি বলেন, ‘মাটির নিচের ভূগর্ভস্থ যে পাইলিং আছে সেটার কেবল প্রযুক্তিগত পরিবর্তন হচ্ছে কিন্তু টার্মিনালের নকশায় কোন বদল হচ্ছে না। এটা কেবল পাইলিং বদল। আমাদের মাটির জন্য এটিই উপযুক্ত। যা দেশি-বিদেশী সব বিশেষজ্ঞরাই বলেছেন।’

উল্লেখ্য, তৃতীয় টার্মিনাল নির্মাণে প্রায় ৩ হাজার পাইলিং লাগবে। এর মধ্যে ১ হাজার ৫৪৯টি স্ক্রুড পাইলিং বসার কথা ছিল।  

এআই//আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি