বন্দুকযুদ্ধে পুর্ববাংলার কমিউনিস্ট পার্টির নেতা ও তার সহযোগী নিহত
প্রকাশিত : ১১:৩৪, ৩১ মে ২০১৭ | আপডেট: ১৮:২০, ৩১ মে ২০১৭

ঝিনাইদহের কোট চাঁদপুরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে পুর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মাইদুল ইসলাম রানা ও তার সহযোগী আলিম নিহত হয়েছে।
গেলোরাত ১টার দিকে কোট চাঁদপুরের কুশনা ইউনিয়নের বান্দাগলির বটতলায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাব জানায়, একদল অস্ত্রধারী বটতলায় জড়ো হচ্ছে। এই খবরে র্যাব ওই এলাকায় অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে মাইদুল ইসলাম ও আলিম নিহত হয়। ঘটনাস্থল থেকে ২টি বন্দুক, ১টি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ১টি হাসুয়া উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাবের ৩ সদস্য আহত হয়েছে। নিহত মাইদুলের নামে ১৪টি হত্যা মামলা ও আলিমের নামে ১২টি হত্যা মামলা রয়েছে।
আরও পড়ুন