ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বন্যার্তদের মাঝে “ভালবাসার গান কবিতা গল্পকথা”র ত্রাণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৩, ২৬ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে “ভালবাসার গান কবিতা ও গল্পকথা” সাহিত্য ও সংস্কৃতি সংগঠন ত্রাণ বিতরণ করছে। শুক্রবার টাঙ্গাইলের ভুঞাপুরের উপজেলার চর গাবসারা ইউনিয়নে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করে।

বন্যা কবলিত অঞ্চলে সংগঠনের পক্ষে ভলান্টিয়ারা নৌকা যোগে একদম দূর্গম এলাকাযর শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করে। ত্রাণ সমগ্রির প্রতিটি প্যাকেটে ছিল পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি তেল, এক কেজি আলু, তিন প্যাকেট খাবার স্যালাইন ও একটি বস্তা ব্যাগ ।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কবি আবদুল হালীম খাঁ এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিচালক কবি মামুন আব্দুল্লাহ।

“ত্রাণ বিতরণ কর্মসূচি” বাস্তবায়নের দ্বায়িত্বে ছিলেন ঢাকা বিভাগীয় কমিটির অন্যতম পরিচালক কবি আহসান হাবিব ইমরোজ খান। ত্রাণ বিতরণ কর্মসূচিতে সহযোগিতা ছিল “বাংলাদেশ কবি পরিষদ” এবং “ভালবাসার গান কবিতা ও গল্পকথা” সংগঠনের ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় কমিটি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি