ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বরগুনার আমতলীতে অভিভাবকদের মানববন্ধন

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩০, ১২ ফেব্রুয়ারি ২০২০

বরগুনার আমতলী উপজেলায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদওয়ারী শিক্ষক নিয়োগ ও সমন্ময় করার দাবীতে মানববন্ধন করেছে অভিভাবকবৃন্দ। 

বুধবার সকালে আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অভিভাবক হাসান মৃধা বলেন, আমতলী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে নিয়ম অনুযায়ী কোটা ভিত্তিক শিক্ষক নিয়োগ দিতে হবে। 

বক্তারা আরও অভিযোগ করে বলেন, একটি প্রভাবশালী মহলের আত্মীয়রা পৌর শহরের কয়েকটি স্কুলে ১৫ থেকে ২০ জন করে শিক্ষকের দায়িত্ব পালন করেন কিন্তু গ্রামের স্কুলগুলোতে দুই একজন শিক্ষক দায়িত্ব পালন করায় শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়ছে।

অবিলম্বে প্রভাবশালীদের দৌরাত্ব বন্ধ করে সরকারি নিয়ম-অনুযায়ী আমতলী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও রদবদল করার দাবি জানান অভিভাবকবৃন্দ।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি