ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

বরগুনায় হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ৩ আগস্ট ২০১৭

বরগুনায় হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে মামলার অপর পাঁচ আসামিকে খালাস দিয়েছেন।

বৃহস্পতিবার বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু তাহের এ আদেশ দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হল- বরগুনার বেতাগী উপজেলার বুড়ামজুমদার উইনিয়নের গেরামর্দন গ্রামের আবদুল জলীল, মো. মনির হোসেন, রহিম, মজিবর হোসেন, রুহুল আমীন সিকদার, সত্তার ও মো. জলীল মীর। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মো. জলীল মীর পলাতক। বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের পর আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া এ মামলার অন্য পাঁচ আসামি আজীজ খান, সোহবরাব খান, সোমেদ আলী, শহিদ সিকদার, লাইলী বেগমকে বেকসুর দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গেরামর্দন গ্রামের মো. কবীর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। পরে ওই ঘটনায় তার স্ত্রী ছফুরা বেগম বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ বিচার কার্যের পর আজ বৃহস্পতিবার রায় দেন আদালত।


//আর//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি