ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বরিশালে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫০, ২২ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০৯:৫৯, ২২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ হালদার নান্টুকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জল্লা ইউনিয়নের কারফা বাজারে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই দলের মধ্যে কোন্দল চলছিল। শুক্রবার রাতে মোটরসাইকেলে ৩ আরোহী হেলমেট পরিহিত ছিল। এরপর কিছু বুঝে ওঠার আগেই হেলমেট পরিহিত একজন তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। গুলি লেগে বিশ্বজিৎ হালদার নান্টু মাটিতে লুটিয়ে পড়লে দুর্বত্তরা পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, নিহত বিশ্বজিৎ হালদার নান্টু’র শরীরের বিভিন্ন স্থানে ৫টি গুলির চিহ্ন রয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতার করতে পুরো এলাকায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি