ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বরিশালে বাস চলাচল শুরু হয়েছে

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪১, ৭ আগস্ট ২০২০

বরিশালে বাস ভাংচুর ও মালিক-শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে আড়াই ঘন্টা বাস চলাচল বন্ধের পর পুলিশের আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাসে ফের নগরীর রূপাতলী টার্মিনাল থেকে বাস চলাচল শুরু হয়েছে।

আজ সকাল সাড়ে ৭টার দিকে বরিশালের খয়রাবাদ ব্রিজ এলাকায় কয়েকটি বাস ভাংচুর করে মাহেন্দ্রা, আলফা (থ্রি হুইলার) শ্রমিকরা। এতে বাস মালিক-শ্রমিকদের বেশ কয়েকজন আহত হয়। 

এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষনিক বাস মালিক ও শ্রমিকরা নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে ৬ জেলার ১৭ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। এতে এসব রুটে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েন। 

খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বাস মালিক-শ্রমিকরা সকাল ১০টা থেকে পুনরায় বাস চলাচল শুরু করে।

নগরীর রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, মহাসড়কে অবৈধভাবে থ্রি-হুইলার চলাচল করায় বাস-মালিক শ্রমিকদের পক্ষ থেকে এটি বন্ধের চেষ্টা করলে থ্রি-হুইলার শ্রমিকরা তাদের উপর হামলা এবং বেশ কয়েকটি বাস ভাংচুর করে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি