ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

বরিশালে মোবাইল ফোন চুরির অভিযোগে যুবক হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ১৮ জুন ২০১৭

Ekushey Television Ltd.

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মোবাইল ফোন চুরির অভিযোগে নাসির উদ্দিন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, মোবাইল ফোন চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হাসপাতাল চত্বরে ফেলে রাখা হয়েছে এমন খবরে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে আহত নাসির উদ্দিনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতরাত ১০টার দিকে তার মৃত্যু হয়। তবে, এ’ হত্যাকান্ডের সাথে কারা জড়িত তা জানা যায়নি। বিষয়টি জানতে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত নাসির উদ্দিন বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নের বাসিন্দা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি