ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

বরিশালের সেই বিচারককে বদলির প্রস্তাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ২৫ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

বরিশালের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মোহাম্মদ আলী হোসাইনকে অন্যত্র বদলির জন্য প্রস্তাব পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। প্রস্তাবটি মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসে পৌঁছেছে।

ইউএনও তারিক সালমনের নাজেহালের ঘটনায় বরিশাল ও বরগুনার দুই ডিসিকে সরিয়ে দেওয়ার পর এবার বিচারক বদলির উদ্যোগ নিল সরকার।

বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ গণমাধ্যমকে জানান, বরিশালের সিএমএম মোহাম্মদ আলী হোসাইনকে অন্যত্র বদলির জন্য আইন মন্ত্রণালয়ের একটি প্রস্তাব সুপ্রিম কোর্টে এসেছে। এখন সংশ্লিষ্ট কমিটি প্রক্রিয়া অনুসারে বিষয়টি বিবেচনা করবে।

বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সাজুর করা এক মানহানির মামলায় বরগুনা সদরের ইউএনও গাজী তারিক সালমনকে কারাগারে পাঠানোর ঘটনায় আলোচনা চলছে এই বিচারককে নিয়ে।

বঙ্গবন্ধুর ‘বিকৃত’ ছবি দিয়ে নিমন্ত্রণপত্র ছাপানোর অভিযোগে বরগুনার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের বিরুদ্ধে হওয়া ৫ কোটি টাকার মানহানি মামলায় বিচারক ছিলেন বরিশালের সিএমএম মোহাম্মদ আলী হোসাইন।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি