ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

‘বর্তমান পদ্ধতিতে প্রশ্নফাঁস ঠেকানো সম্ভব নয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন মনে করেন, বর্তমান পদ্ধতিতে পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধ করা কোনোভাবেই সম্ভব নয়। তাই সবার মতামত নিয়ে নতুন পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা চলছে বলে জানান তিনি। তবে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকানো নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেননি সচিব।

প্রশ্ন ফাঁস প্রতিরোধে গোয়েন্দা সংস্থাগুলো আপ্রাণ চেষ্টা করছে বলে জানিয়েছেন সচিব মো. সোহরাব হোসাইন্।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বর্তমান প্রশ্ন প্রণয়ন প্রক্রিয়ায় প্রশ্ন ফাঁস হওয়ার স্বাভাবিক। এই প্রক্রিয়ায় প্রশ্ন ফাঁস রোধ করা সম্ভব নয়। তাই আমাদের নতুন এমন কোনো প্রক্রিয়া এমন কোনো পদ্ধতিতে যেতে হবে যেখানে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ থাকবে না।

সচিবের এই বক্তব্যের আগে প্রশ্ন ফাঁস ঠেকাতে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট। এর জবাব শিক্ষা সচিবকেও দিতে হবে।

রুলের বিষয়ে সচিব বলেন, আদালত আদেশ আমরা অবশ্যই পরিপূর্ণভাবে প্রতিপালন করব। আমাদের কোনো নিষ্ক্রিয়তা থাকলে আমাদের বক্তব্য অবশ্যই আদালতের কাছে উপস্থাপন করব।

আগে প্রশ্ন ফাঁস হলে পরীক্ষার বাতিলের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দিয়েছেন, এবার দেরি কেন- এই প্রশ্নে জবাবে সোহরাব বলেন, আগে প্রশ্ন ফাঁস হত আগের দিন। ট্রেজারি অফিসার যদি সবাইকে নিয়ে প্রশ্ন ফাঁসের প্রমাণ পান তবে ওই প্রশ্নে পরীক্ষা নেওয়া হয় না।

তিনি বলেন, আমাদের চিন্তা প্রতিটি কেন্দ্রে প্রতিটি পরীক্ষা কক্ষে স্ক্রিন থাকবে। ১০টার সময় ওটা ওপেন হবে, প্রশ্ন ছাপানোরও প্রয়োজন নেই। পর্দায় দেখে দেখে পরীক্ষা দেবে। সেটা করতে পারলে প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ থাকবে না। সেটা করতে গেলে বিশাল ধরনের কেন্দ্র সংখ্যা, কেন্দ্রের যে পরিস্থিতি সেটা এখনও ওই পর্যায়ে যেতে পারি নাই।

তিনি আরও বলেন, আগামী পরীক্ষা নিয়ে কোনো ধরনের নিশ্চয়তা দেওয়ার মতো অবস্থায় নেই। আমি বার বার বলছি যে বাস্তবতা হচ্ছে এখানে ৩০ হাজার শিক্ষক-কর্মচারী সংশ্লিষ্ট। ৩০ হাজারের মধ্যে আমি মনে করি যে এক্কবারে সবাই অনেস্ট ও সিনসিয়ার। কিন্তু দু’চারজনও যদি এই জঘন্য অপকর্মটি করেন তাহলে প্রত্যেকের সততা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি