ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বসতঘরে মিলল ১৩ গোখরার বাচ্চা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৭, ৪ জুলাই ২০১৮

ফরিদপুরের মধুখালী পৌর এলাকার একটি বসতঘর থেকে গোখরা সাপের ১৩টি বাচ্চা উদ্ধার করা হয়েছে। তবে মা সাপটিকে খুঁজে না বের করতে পারায় এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার পৌরসভার গোন্দারদিয়া গ্রামের শাহ মো. আবুল হোসেন মোল্লার বসতঘরের ভেতরে থেকে এ সাপগুলোকে উদ্ধার করা হয়।

মধুখালী পৌরসভার প্যানেল মেয়র মির্জা আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৩টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। তবে মা সাপটি উদ্ধার করতে না পারায় এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

গ্রামবাসীর তথ্য মতে, মঙ্গলবার বিকালে গোন্দারদিয়া গ্রামের শাহ আবুল হোসেনের বসতঘরের ভেতর থেকে বৃষ্টির সময় দুটি গোখরা সাপের বাচ্চা বের হয়। এ সময় বাড়ির সদস্যরা সাপের বাচ্চা দুটিকে পিটিয়ে মেরে ফেলে।

এ ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়লে পরদিন বুধবার সকালে উপজেলার কামালদিয়া ইউনিয়নের কয়েশদী গ্রামের সাপুরে মো.সেকেন সরদারকে খবর দেয়। পরে সাপুরে সেকেন বসতঘরের একটি গর্ত খুঁড়ে ১৩টি সাপের বাচ্চা ও ১৮টি ডিমের খোসা উদ্ধার করেন।

 

এমএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি