ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

বহুল প্রতীক্ষিত ঢাকার গান আনল এয়ারটেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৮, ১৯ অক্টোবর ২০১৮

রাজধানীর সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে বহুল প্রতীক্ষিত ঢাকার গান আনল এয়ারটেল। গানটিতে ঢাকা শহরের মানুষের সাথে বিশেষ সংযোগ স্থাপন করতে ঢাকার চিত্তাকর্ষক আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির ব্যবহার করা হয়েছে।

গানটি কম্পোজ করেছেন সঙ্গীত শিল্পী আরাফাত মোহসিন নিধী। আর কন্ঠ দিয়েছেন র‌্যাপ সঙ্গীত শিল্পী শাফায়াত, ব্ল্যাক জ্যাং প্রমুখ।     

ঢাকা শহরের ঐতিহ্যবাহি ও দর্শনীয় স্থান, উৎসব ও খাদ্য সংস্কৃতি নিয়ে গানটি চিত্রায়ন করা হয়েছে। অনন্য এ উদ্যোগের মাধ্যমে ঢাকায় এয়ারটেল নেটওয়ার্কের সব বন্ধুদের সাথে সম্পর্ক আরো গভীর করাটাই ব্র্যান্ডটির লক্ষ্য বলে জানায় প্রতিষ্ঠানটি।  

ইতিমধ্যে দেশে অন্যতম শীর্ষ ফোরজি প্লাস নেটওয়ার্ক তৈরী করেছে এয়ারটেল। ব্র্যান্ডটি দেশের প্রতিটি অঞ্চলের জন্য চিত্তাকর্ষক আঞ্চলিক ভাষার গান রিলিজ করেছে। প্রতিটি আঞ্চলিক গানে স্থানীয় দর্শনীয় স্থান ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে যা ওইসব এলাকার মানুষের যাপিত জীবনের সাথে জড়িয়ে আছে।

ঢাকা গানটি যে কোন আগ্রহিরা এয়ারটেল বাজ ফেসবুক পেজ লিঙ্কটি (https://goo.gl/HfG9Va) ফলো করে এবং ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি