ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

বাঁচতে চায় আদর, প্রয়োজন ৫০ লাখ টাকা (ভিডিও)

মানিক শিকদার, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ৯ এপ্রিল ২০২৪

মাত্র ৯ বছর বয়সে ব্লাড ক্যানসারে আক্রান্ত আল ইয়াসা আদর। চিকিৎসকরা বলছেন, উন্নত চিকিৎসা পেলে শতভাগ সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তবে প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা। এদিকে, চিকিৎসা ব্যয় মেটাতে ইতোমধ্যেই সর্বস্ব হারিয়েছে তার পরিবার।

২০২১ সালে প্রথম জানা যায় ক্যানসারে আক্রান্ত আদর। পরিবারের সর্বস্ব আর স্বজনদের অর্থ সাহায্যে চিকিৎসা করিয়েছেন মা তসলিমা।

পরিবারের একমাত্র উপার্জনকারী আদরের বাবা শ্রমিক হিসেবে কাতারে কর্মরত। দুই সন্তান নিয়ে দিশেহারা তসলিমা। এদিকে চিকিৎসকরা বলছেন, বোনম্যারো প্রতিস্থাপনের মাধ্যমে আদরকে সুস্থ করে তোলা সম্ভব কিন্তু প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা।

আদরকে বাঁচাতে সাহায্যের আকুতি জানিয়েছেন তার বড় ভাই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহিয়ান।

ইসলামী ব্যাংক হিসাব নম্বর ২০৫০ ৫৬২ ০২ ০০০২৩২০৮ ও পূবালী ব্যাংকের হিসাব নম্বর ০১৭৫১ ০১১৩ ১১০১। এছাড়া ০১৭৩৪ ৯৭৬৬৯৬ নম্বরে বিকাশ ও নগদের মাধ্যমেও সহায়তা করা যাবে। 
আদরের চিকিৎসায় সাহায্যের হাত বাড়াবেন মানবিক মানুষ, সেদিকেই তাকিয়ে অসহায় পরিবার। 

এমএম//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি