ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

বাঁশির সুরে ঘুরে দাঁড়ালেন রহমত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ১৩ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১২:৫০, ১৪ ডিসেম্বর ২০২২

বাঁশির পাগল রহমত আলী, আর তার বাঁশির সুরে পাগল এলাকার মানুষ। কখনও রেলস্টেশন, কখনও হাটবাজারে বাঁশিতে সুর তোলেন তিনি। রহমত আলীর পরিবারটিও এখন টিকে আছে ছোট্ট এই বাদ্যযন্ত্রের ওপরেই। 

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া রেল স্টেশনে চা বিক্রি করেই জীবীকা চলত  চাঁদপুর গ্রামের রহমতের। তবে করোনায় সব ওলটপালট, শেষ পর্যন্ত এক সময়ে শখের বশে শেখা বাঁশিই হল তার অবলম্বন। 

সহায় সম্বলহীন রহমত হয়ে উঠলেন বাঁশির ফেরিওয়ালা। বাঁশি বিক্রিও করেন,  আবার তাতে মনোমুগ্ধকর সুর তুলে মানুষকে আনন্দ দিয়েও কিছু আয় হয় তার। 

শেষ বয়সে স্বামী-স্ত্রীর সংসার এই উপার্জনেই কেটে যাচ্ছে সুখে, এরমাঝে তার দু:খ একটাই। দুই ছেলে সন্তানের কেউই খোঁজ রাখেননি তাদের। 

রহমতের কষ্টে কষ্ট পান তার আশেপাশের বন্ধুস্থানীয় মানুষেরা। কিন্তু তাদের স্বামর্থও সীমিত, তাই সমাজের বিত্তবানদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন রহমতের শুভাকাঙ্খিরা। 

এদিকে রহমত আলীর জন্য একটি বয়স্কভাতা কার্ডের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় চেয়ারম্যান।  

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি