ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

বাংলাদেশ-ইইউ বিজনেস ক্লাইমেট বৈঠক মঙ্গলবার

প্রকাশিত : ১৮:০৯, ২০ এপ্রিল ২০১৯

বাণিজ্য সংশ্লিষ্ট সমস্যা দূর করতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বৈঠক মঙ্গলবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ’শীর্ষক এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন ডব্লিউটিও সেলের মহাপরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুনির চৌধুরী। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এলডিসি থেকে উত্তরণের পর ইইউর বাণিজ্য নীতি কেমন হবে সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে।

সূত্র আরও জানায়, ইইউ ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ভারসাম্যহীন। বাংলাদেশ ইইউতে মাত্র ৩০০ কোটি ডলারের পণ্য রফতানি করলেও আমদানি করে ২১০০ কোটি ডলারের পণ্য। এ কারণে বাংলাদেশের সঙ্গে কাজের মাধ্যমে ইউরোপীয় বিনিয়োগকারীদের জন্য ব্যবসার পরিবেশ উন্নত করার পথ খুঁজতে বৈঠকে আলোচনা হবে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি