ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বাংলাদেশ-ইউএই ৪টি সমঝোতা স্মারক সই

প্রকাশিত : ২৩:২৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৮:০৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে (ইউএই) চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। বন্দর, শিল্প পার্ক, এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র ও বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ওপর দুই দেশের মধ্যে এসব এমওইউ সই হয়েছে।

আজ রোববার আবুধাবির সেন্ট রেগিস হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব এমওইউ স্বাক্ষরিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সচিব ইহসানুল করিম ও ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

পরে স্বাক্ষর অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ২০১৯-এ যোগ দিতে ইউএই সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বুধবার সকাল ৭টায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি