বাংলাদেশ ও ভারত পানি সম্পদ সচিব পর্যায়ের বৈঠক কাল
প্রকাশিত : ২১:৫৮, ৭ আগস্ট ২০১৯ | আপডেট: ২১:৫৯, ৭ আগস্ট ২০১৯

র্দীঘ ৮ বছরেরও বেশি সময়ের পর বাংলাদেশ ও ভারতের পানি সম্পদ সচিব পর্যায়ের বৈঠক আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত হবে। বুধবার পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৈঠকে যোদ দিতে ইতোমধ্যেই ভারতের পানি সম্পদ সচিব উপেন্দ্র প্রাসাদ সিং’র নতেৃত্বে ভারতীয় প্রতিনিধি দল বুধবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশের পানি সম্পদ সচিব কবির বনি আনোয়ার বিমান বন্দরে তাদেরকে স্বাগত জানান।
এ বৈঠক বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে। বৈঠক শেষে দুই সচিব যৌথভাবে সংবাদ সম্মেলনে অংশ নিবেন।
২০১১ সালের ১০ জানুয়ারিতে ঢাকায় এবং একই বছর ৬ জুন নয়া দিল্লিতে বাংলাদশে-ভারত পানি সম্পদ সচিব পর্যায়ের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ২০১০ সালের মার্চে বাংলাদেশ ও ভারত যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, বাংলাদশে-ভারত পররাষ্ট্র মন্ত্রী র্পযায়ে জয়ন্টে কনসালটটেভি কমশিন’র ৫ম বৈঠক চলতি বছরের ফব্রেুয়ারিতে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়।
এমএস/কেআই
আরও পড়ুন