ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের দেশে পরিতন হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৯, ২৪ মে ২০১৭ | আপডেট: ১৮:২৩, ২৪ মে ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়ন হলে বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের দেশে পরিতন হবে বলে মন্তব্য করেছেন প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার।
চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সরকারের সাথে জনগণের সেতুবন্ধন তৈরিতে গণমাধ্যম কর্মীরা বড় ধরণের ভূমিকা পালন করতে পারেন। একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষায় সরকারের নেয়া উদ্যোগগুলো গণমাধ্যমে বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশের আহবানও জানান প্রধান তথ্য কর্মকর্তা। অনুষ্ঠানে জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি