ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

বাংলাদেশ প্রাণী সম্পদ বিভাগের টেকনিশিয়ানদের ৪ দফা দাবী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ২১ মে ২০১৭ | আপডেট: ১৯:১০, ২১ মে ২০১৭

স্থায়ী কর্মসংস্থান, পদায়ন-বেতন-ভাতাবৃদ্ধিসহ ৪ দফা বাস্তবায়নের দাবী জানিয়েছে বাংলাদেশ প্রাণী সম্পদ বিভাগের টেকনিশিয়ানরা।
সকালে রাজধানীর খামার বাড়ীতে প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে সারা দেশের প্রায় আড়াই হাজার কর্মী এক বিক্ষোভ মিছিল থেকে এই দাবী জানান। সংগঠনের নেতা-কর্মীদের অভিযোগ ১ থেকে ২০ বছর পর্যন্ত চাকুরী করেও আজো স্থায়ী হয় তাদের পদ। এসকল কর্মীদের স্থায়ী পদায়নের জন্য পাবলিক সার্ভিস কমিশন এবং উচ্চ আদালতের নির্দেশনাও মানা হচ্ছেনা বলে অভিযোগ করেন নেতারা। বিক্ষোভ মিছিলের পরে কৃত্রিম প্রজনন বিভাগের কর্মী সমাবেেেশর পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি